কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদের রড বাঁধার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমত আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কটিয়াদী পৌরসদরের পূর্বপাড়া মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের এই ঘটনাটি ঘটেছে।নিহত রহমত আলী জেলার বাজিতপুর উপজেলার বোর্ডবাজার ভাল্লুকবেড় গ্রামের আরব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মসূয়া ইউনিয়নের প্রবাসী আসাদ মিয়া কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লার একটি বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনটি নির্মাণের জন্য সোমবার দুপুরে তৃতীয় তলার ছাদের রড বাইন্ডিংয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক রহমত আলী। এ সময় রহমত আলী বিদ্যুতের ৪৪০ ভোল্ট তারের সাথে স্পর্শ লেগে মারাত্মক ভাবে আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। অন্যরা তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল বলেন, পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা করা হলে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply