ডেক্স রিপোর্ট।- এতো দিন মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াসে মজুদ রাখা হচ্ছিল ফাইজার এবং তাদের জার্মান সহযোগী বায়োএনটেক টিকা। আর এই কারণে ফাইজারের টিকা কেনায় আগ্রহী ছিল না গ্রীষ্মপ্রধান দেশগুলোতে। কিন্তু পুরনো নির্দেশিকা সংশোধন করে ফাইজার সম্প্রতি ‘ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে’ (এফডিএ) জানিয়েছে, মাইনাস ২৫ থেকে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে তাদের টিকা। অর্থাৎ সাধারণ ফার্মাসিউটিক্যাল ফ্রিজার ও রেফ্রিজারেটরেই ভালো থাকবে প্রতিষেধকটি। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং তাদের জার্মান সহযোগী বায়োএনটেক দাবি তাদের উৎপাদিত করোনার টিকা তুলনামূলক গরম তাপমাত্রাতেও ভালো থাকবে। শুরুতে তারা জানিয়েছিল যে তাদের টিকা সংরক্ষণে মেরুপ্রদেশীয় তাপমাত্রা প্রয়োজন। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলার বলেছেন, ‘আমাদের আবেদন যদি ছাড়পত্র পায়, টিকাকরণ কেন্দ্রগুলোর ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ পদ্ধতি সহজ হয়ে যাবে।’টিকা মজুদ নিয়ে আমেরিকা-ইউরোপ স্বস্তি প্রকাশ করলেও অসন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাবিøউএইচও)। টিকার সমবন্ঠন করার দাবি তুলেছে তারা। সঙ্গে এই প্রশ্নও তুলেছে, কেন ১৩০টি দেশ এখনো এক ডোজ টিকাও পায়নি? সূত্র : আনন্দবাজার
Leave a Reply