বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আবার সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ চক্র, যারা করতোয়া নদী থেকে মেশিন দিয়ে বালি তুলে বিক্রী করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে।
বেশ কিছুদিন বন্ধ থাকার পর, উপজেলার খালাশপীর এলাকার একটি প্রভাবশালী চক্র এই বালির ব্যবসা ফের শুরু করেছেন।
করতোয়া নদীর বালির মালিক সরকার হলেও, সব পক্ষকে ম্যানেজ করে চক্রটি বালির ব্যবসা করাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সুত্র বলছে, পীরগঞ্জ উপজেলার ৩ রাজনীতিকের সাথে অলিখিত চুক্তির যুক্তিতে করতোয়া নদী থেকে বালি উত্তোলন, এবং বিক্রী করে মুনাফা লুটছেন তারা।
করতোয় নদীর বালি তুলে অবৈধ বানিজ্যের কারনে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে !
Leave a Reply