বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

করোনার মধ্যেও বর্তমান সরকার দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে-  এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই এম.পি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২২৯ বার পঠিত

এল এইচ আকাশ।- করোনার মধ্যেও বর্তমান সরকার দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের সঠিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে। করোনা কালেও বাংলাদেশে উন্নয়নের হাওয়া বৈইছে। তাই দেশে বিভিন্ন জায়গায় প্রশাসনিক ভবন, মিলনায়তন, রাস্তাঘাট প্রশস্তকরণসহ বিভিন্ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, দেশের বিভিন্ন এমপি মন্ত্রীদের বরাদ্দে ঐচ্ছিক তহবিল থেকে অর্থ বিতরণসহ নানান উন্নয়নমুলক কাজ বাংলাদেশে হচ্ছে। করোনায় বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা দিশেহারা, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এক দিনের জন্যও বিভ্রান্ত হননি। সাহসিকতার সঙ্গে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা কালেও দেশেকে উন্নয়নের আগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত ৩০ মে দিনাজপুর শহরের জেল রোডস্থ সিঙ্গার শো-রুমে এমপির বরাদ্দের অর্থয়ানে ৩০ জন নারীদের মাঝে সেলাই মিশিন ও ৫ জনের মাঝে লেপটপ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই এম.পি। এসময় উপস্থিত ছিলেন সিঙ্গার শো-রুমের ম্যানেজার মুসফিকুর রহমান। গতকাল দিনাজপুর শহরের জেল রোডস্থ সিঙ্গার শো-রুমে এমপির বরাদ্দের অর্থয়ানে ৩০ জন নারীদের মাঝে সেলাই মিশিন ও ৫ জনের মাঝে লেপটপ বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই এম.পি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com