শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

কেশব লাল শীলের স্বরণ সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- দিনাজপুর জেলাধীন ঘোড়াঘাট উপজেলার একজন প্রচার বিমুখ মানুষ ছিলেন কবি কেশব লাল শীল। তিনি এলাকার সাহিত্যাঙ্গনে একজন পরিচিত মুখ। দীর্ঘ সময় ধরে লিখেছেন অনেক , ছড়া,কবিতা, গল্প,প্রবন্ধ, নিবন্ধ। পেশায় ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। লোভ মোহের বাইরে থেকে সাধারণ ভাবে জীবন যাপন করতেন এই কবি। সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন কেশব লাল শীল।জানা গেছে, সাহিত্য চর্চার পিছনে অনেক সময় তিনি ব্যয় করেছেন।
২০২১ সালের নভেম্বর মাসের ৩ তারিখ বুধবার কবি কেশব লাল শীল চিকিৎসাধীন অবস্থায় ইহোলোক ত্যাগ করেছেন। সম্প্রতি ঘোড়াঘাট লেখক চক্র কবির বাড়ি সংলগ্ন কালীমন্দির চত্বরে কবির সাহিত্য কর্ম ও কর্মময় জীবন নিয়ে স্বরণ সভার আয়োজন করেছিল। এই সভায় প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলার জনপ্রিয় মেয়র মোঃ আব্দুস ছাত্তার মিলন। প্রধান বক্তাছিলেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক, দক্ষিণ এশিয়ার সাহিত্য – সংষ্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” এর জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা।
ঘোড়াঘাট লেখক চক্রের প্রতিষ্ঠাতা কবি মোঃ আব্দুল হাদী’র সভাপতিত্বে ও কবি ফিরোজ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি কহিনুর আক্তার তুহিন, কবি মির্জা মোহাম্মদ নুরুন্নবী নুর, কবি আবুল কাশেম ইয়াসবীর, কবি ও গায়ক হাবীবুর রহমান, সাংবাদিক তুহিন, কবি রোকন পাশা, কবি ও সঙ্গীত শিল্পী কুমকুম খাতুন প্রমুখ। এদিন কথা কবিতায় দীর্ঘ সময় ধরে কবি কেশব লাল শীলের উপর আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com