বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

কোটি টাকার সরকারি সম্পত্তি অরক্ষিত ব্যবহার করছে ট্রাক্টর: মাসোয়ারা নেতাদের পকেটে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে শহরে কোটি টাকার সরকারি এক সম্পত্তি অরক্ষিত হয়ে পড়ে আছে। জায়গাটি ব্যবহার হচ্ছে ট্রাক্টর স্ট্যান্ড হিসেবে আর মাসে মাসে মাসোয়ারা যাচ্ছে বিএনপি নেতাদের পকেটে। অভিযোগ স্থানীয় সচেতনমহলের। স্থানীয় কিছু সচেতন ব্যক্তির মৌখিক অভিযোগ সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের পুলহাট রতন সমবায় রাইস মিলটি অরক্ষিত হয়ে পড়ে আছে। আগে মালিকানাধীন থাকলেও পরবর্তীতে ঋণের দায়ভারে সরকারের হাতে চলে যায় অনেক পুরনো রতন রাইস মিলটি। সরকারের নিজস্ব সম্পদ হলেও এর নজরদারি যেন সরকারের হাতে নেই বলছেন সচেতন ব্যক্তিরা।

তারা বলছেন, বেশ কিছুদিন ধরে এই সরকারি জায়গা ব্যবহার করে আসছে ট্রাক্টরের মালিকরা। প্রায় ৩০ থেকে ৩৫টি ট্রাক্টর এই জায়গায় প্রায়ই দেখতে পাওয়া যায়। এর বিনিময়ে মাসে মাসে ট্রাক্টর প্রতি ৬শ থেকে ৮শ টাকা করে স্থানীয় কিছু বিএনপি নেতাদের হাতে মাসোয়ারা দিতে হয় বলে জানান তারা। এভাবে চলতে থাকলে অচিরেই এই সরকারি সম্পত্তিটির দখল চলে যাবে সাধারণ কুচক্রীমহলের হাতে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই কোটি টাকার সরকারি সম্পত্তিটি রক্ষণাবেক্ষণের অনুরোধ জানান সচেতনমহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com