ডেক্স রিপোর্ট।- আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা ইতিমধ্যে শুরু করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এবার রাজ্যের শাসনক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখছে দুলই । একদিকে যেমন তৃণমূল বলছে, তারাই তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছে; আর বিজেপিও ঘোষণা দিয়েছে, আগামী বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তারা।
এদিকে ভারতের প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে যোগদান নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। কারণ হিসেবে বলা হচ্ছে, কলকাতায় একটি স্কুল গড়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার দেওয়া দুই একর জমি ফিরিয়ে দিয়েছেন সৌরভ।
Leave a Reply