জেলা প্রতিবেদক।- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা কৃষক দল। শুক্রবার দুপুরে নগরীর সালেক পাম্প এলাকা থেকে কৃষক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে দলীয় কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ পরবর্তী এক সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুুল সালাম, মহানগর কৃষক দল আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু, জেলার আহবায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, মহানগর মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান, রবিউল মাষ্টার, নুর ইসলাম চাচা, জেলার যুগ্ম আহবায়ক হযরত আলী, শরিফুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা সদস্য সচিব সাদেকুল ইসলাম, তারাগঞ্জের আহবায়ক কাজী বেলাল, মিঠাপুকুরের যুগ্ন আহবায়ক রাশেদ প্রমুখ। সমাবেশটি সঞ্চালনায় করেন জেলার যুগ্ম আহবায়ক হযরত আলী।
এসময় মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শরিফ, ইকবাল ইমাম শাহিন, রসিকের ২১নং ওয়ার্ডের আহবায়ক রায়হান, সদস্য সচিব নাইমুর রহমার রতন, সিনিয়র যুগ্ম আহবায়ক রোস্তম আলী, ইউনুস আলী, শরীফ, ১৭নং ওয়ার্ডের আহবায়ক মোকছেদুর রহমান, সদস্য সচিব মোকলেছুল রহমান, ১৩নং ওয়ার্ডের আহবায়ক নুর ইসলাম চাচা, সদস্য সচিব শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply