রংপুর প্রতিনিধি।- রংপুরের গঙ্গাচড়া এইচএসসি পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গঙ্গাচড়া ইউনিয়নের ধামুর বোল্লারপাড় গ্রামে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ধামুর বোল্লারপাড় গ্রামের জাকির হোসেনের একমাত্র ও কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্র মোজাহিদ ইসলাম গত মঙ্গলবার দিবাগত রাতে তার নিজ শয়ন কক্ষে ঘরের তীরের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। পরেরদিন বুধবার সকালে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এলাকাবাসীর ধারণা প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি তদন্ত নুর আলম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।
Leave a Reply