ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার কাতলামারী, গোবিন্দী, হলদিয়া যমুনা নদী ভাঙ্গনে রক্ষা প্রকল্পে ৭৯৮ কোটি ৪৩ লক্ষ টাকা একনেকে অনুমোদন দেওয়ায় গতকাল সন্ধ্যায় জুমারবাড়ী ও হলদিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষে জুমারবাড়ীর এলাকায় একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজার রহমান মাফু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, জুমার বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, জুমারবাড়ী ডাক্তার আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুলের পরিচালক রেজাউল করিমসহ আরো অনেকে।
Leave a Reply