রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

গাইবান্ধায় ৪০০ পরিবারের ত্রাণের টাকায় সমান ভাগ বসালেন চেয়ারম্যান-মেম্বার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির করোনা সহায়তার টাকা অভিনব কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনটির জেলা সভাপতির বিরুদ্ধে। বিষয়টি অস্বীকার করেছেন তিনি। রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বলছেন, তদন্ত করে প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগীদের অভিযোগ, গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা তার দুই সহযোগী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছাইদুর রহমান ও সাবেক মহিলা মেম্বার আছিয়া বেগমের মাধ্যমে তিন হাজার টাকার মধ্যে দেড় থেকে দুই হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নিয়েছেন।জানা যায়, করোনাকালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সহায়তা দেয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গাইবান্ধার ঘুড়িদহ ইউনিয়নের ৪০০ পরিবারকে তিন হাজার করে টাকা দেয় সংগঠনটি। নিয়ম অনুযায়ী প্রথমে তালিকা করার পর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। এরপর মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তিন হাজার টাকা করে উপকারভোগীদের মোবাইলে দেয়া হয়। ফরম পূরণের মাধ্যমে গত ২৬ জুলাই সাঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের হাতে সহায়তার নগদ টাকা তুলে দেয়া হয়।টাকা হাতে পেয়ে উপকারভোগীরা অনেক খুশি হলেও পরদিন সকালে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছাইদুর রহমান ও সাবেক মহিলা মেম্বার আছিয়া বেগম তাদের বাড়ি এসে হাজির হন টাকার ভাগ নেয়ার জন্য। জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান টাকা নেয়ার জন্য তাদের পাঠিয়েছেন বলে জানান তারা। এ সময় তারা উপকারভোগীদের কাছে দুই হাজার টাকা করে নিয়ে যান।
এ বিষয়ে গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা কিছু জানেন না জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com