বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা নারীমুক্তি কেন্দ্রের  সাবেক সহ সভাপতি জাহেদার স্মরণে শোক সভা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাবেক সহ সভাপতি জাহেদা বেগম লিনার অকাল মৃত্যুতে আজ সকালে পাবলিক লাইব্রেরি হলে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দীন কবীর আতিক, জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য কাজী আবু রাহেন শফিউল্ল্যা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড সিরাজুল ইসলাম বাবু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কাস পার্টি মার্ক্সবাদী জেলার আহবায়ক রেবুতি বর্মন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাড মোস্তফা মনিরুজ্জামান মনির, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলার সভাপতি আলমগীর কবীর বাদল, সম্মিলিত সাংস্কৃতিক দারিয়াপুর এর সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, পরিবারের পক্ষ থেকে মাহমুদুল গনি রিজন সাধারণ সম্পাদক জেলা উদীচী, গাইবান্ধা, শিক্ষক ফারুক আখন্দ, ছাত্রনেতা উম্মে নিলুফার তিন্নি, শুভাকাঙ্ক্ষী মোজাম্মেল হক সহ প্রমুখ।
বক্তাগন বলেন জাহেদা বেগম লিনার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আাগামী দিনের লড়াই সংগ্রামে ভুমিকা রাখার আহবান জানাই। আলোচনার শুরুতে তার সংগ্রামী স্মৃতি কে স্মরণ রাখতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ও কিছুক্ষন নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com