বজ্রকথা ডেক্স।- গত ২৬ আগস্ট বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়া, খুন হওয়া পরিবারের আর্তনাদ সরকারের কানে পৌঁছে না। তারা ক্ষমতায় টিকে থাকতে নিরীহ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না।
মির্জা ফখরুল আরো বলেছেন, দেশে এখন অবলীলায় গুম-বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটছে। জাতিসংঘের চার্টার অনুযায়ী, এটা মানবতাবিরোধী অপরাধ। অথচ বাংলাদেশে এটা এখন অবলীলায় ঘটে যাচ্ছে।সংগঠনটির গুম-বিচারবহির্ভূত হত্যার শিকার নেতা-কর্মীদের ৪০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেছেন।এ সময় গুম ও খুন হওয়া ঢাকা মহানগরের এস এম আদনান চৌধুরী, কাওসার হোসেন, ডা. সগীর, নজরুল ইসলাম, মো. মজিদ, ঢাকা জেলার ফয়সল উদ্দিন হাশেমী ও মানিকগঞ্জের মো. শাওনের পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন তিনি। অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গুম হওয়া এস এম আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন চৌধুরী ও কাওসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার, পুলিশের গুলিতে নিহত নজরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply