ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্রাকসহ মলম পার্টির ৩ সদস্যকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ পরিদর্শক তদন্ত আফজাল হোসেনের নেতৃত্বে এসআই আনোয়ার, এএসআই সাইফুল ইসলামসহ গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকা হতে মলম পার্টির সক্রিয় সদস্য ট্রাক চালক ১। নান্নু মোল্লা (৪০) পিতা-মৃত বারেক মোল্লা, সাং-মাঝকান্দী, থানা-মধুখালী ২। জিহাদ হোসেন (১৯) পিতা-জাকির হোসেন, সাং-ভুয়ারকান্দি, থানা ও জেলা ফরিদপুর এবং ৩। আনারুল হোসেন (৪৫) পিতা-সমসের আলী, সাং-গোবিন্দরায় দেবত্তর পাড়া, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধাকে ধাওয়া করে আটক করে জিজ্ঞাসাবাদে বলেন, গত ইংরেজি ২৫/০৭/২০২০ তারিখে বগুড়া মাটিডালী হতে রাত অনুঃ ১টার পর তাদের মালবাহী ট্রাকে সাতজন লোক তুলে রংপুর অভিমুখে রওনা দিয়ে পথিমধ্যে ২ জন ব্যক্তিকে চেতনানাশক বিষ খাবারের সাথে মিশিয়ে কৌশলে খাবারের প্রয়োগ করে। এতে দুজন ট্রাকের মধ্যে অচেতন হয়ে পরলে তাদের সাথে থাকা টাকা ও মোবাইলসহ গুরত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে দুইজনকে গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠের পাশে রংপুর-বগুড়া মহাসড়কের উপর ট্রাক হতে রাত অনুঃ ০২.২০ এর সময় ফেলে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিলো। তখন পুলিশ টহল টিম ফেলে দেয়া ব্যক্তিদ্বয়কে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি করেন। তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদের একজনের বাড়ী দিনাজপুর জেলায় বলে জানা যায়। এখনো তাদের জ্ঞান ফিরেনি। তাদের পরিচয় সনাক্তের জোর চেষ্টা চলছে। এই ঘটনার বিষয়ে উপরোক্ত অজ্ঞান পার্টির তিন সদস্যসহ পলাতকদের বিরুদ্ধে অত্র থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply