ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়োগ বানিজ্য ,অনিয়ম ও অপসারনের প্রতিবাদে উপজেলার আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে পৌর নাগরিক সমাজ ও ব্যবসায়ী সমিতি। সোমবার ৩রা জানুয়ারী সকাল ১০টায় ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য সরকারী বিধি মতে হলফনামা জমা দিতে হয়। সেখানে সে নিজেকে একজন কৃষক হিসাবে পরিচয় দিয়েছে। অথচ তিনি একজন সরকারী কর্মচারী।
ছাত্রীদের ব্যবহৃত উপর তলায় দুটি ক্লাস রুম সিটি ব্যাংকের নিকট জামানত ছাড়াই ভাড়া দিয়েছে। তিনি ওই ব্যাংকের একজন শেয়ার হোল্ডার। বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়ন না করে প্রধান শিক্ষক ও পিয়ন নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পায়তারা করছে। বর্তমানে ১৫০ কিঃ মিঃ দুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একাডেমিক সুপারভাইজার পদে চাকুরী করেন তিনি। এ সবের প্রতিবাদ করায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর বখত রিমনকে কোন প্রকার কারন ছাড়াই বরখাস্ত করেছিলেন। প্রধান শিক্ষক আদালতে আশ্রয় নিলে আদালত তাকে পুনরায় স্বপদে বহাল করে।
এছাড়াও ২০২১ সালের এস,এস,সি পরীক্ষার কেন্দ্র ফি জমা না দিয়ে নিজ একাউন্টে রেখেছে। শিক্ষক, কর্মচারীর সরকার কর্তৃক ৫% বেতন জোরপূর্বক বিদ্যালয়ের উন্নয়নের নামে আত্মসাৎ করেছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এস,এম রবিউল ইসলাম, পৌর নাগরিক সমাজের সদস্য আবু বক্কর সিদ্দিক, মুক্তার হোসেন ও প্রমুখ। বক্তারা অবিলম্বে সভাপতির অপসারণ সহ উল্লেখিত অভিযোগ তদন্ত পূর্বক প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply