ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ১৭০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (৩রা জানুয়ারী ) দাখিলের শেষ দিন বিকাল ৫ টা পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ শাহজাহান মানিকের কাছে দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত পালশা ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পাটি মনোনিত উপজেলা জাতীয় পাটির যুগ্ন আহবায়ক মোঃ মামুনুর রশিদ (শরিয়ত প্রধান), আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান লাবু চৌধুরী, ইসলামী আন্দোলন মনোনিত মোঃ ইউসুফ আলী মোল্লা, স্বতন্ত্র পদে বর্তমান চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম, কাজী ইসমেত আহম্মেদ রুশদ্ চৌধুরী, এ কে এম মনিরুজ্জমান, মোঃ মোজাম্মেল হক ও মোঃ ফয়সাল আলী, বুলাকীপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সদের আলী, স্বতন্ত্র পদে বর্তমান চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মোঃ মোফাজ্জল হোসেন প্রধান, মোঃ
রফিকুল ইসলাম, মোঃ আশরাফুল আলম ও মোঃ জাহাঙ্গীর আলম, সিংড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মন্ডল, স্বতন্ত্র পদে খন্দকার মোঃ রুহুল আমিন, কোহিনুর আক্তার, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ সারোয়ার হোসেন, মোঃ মনিরুল ইসলাম মোল্লা ও সৈয়দ মাহবুবার রহমান হীরক, ঘোড়াঘাট ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জমান ভুট্টু, স্বতন্ত্র পদে মোঃ আবুল বাশার, এ কে মোঃ আব্দুল জলিল মন্ডল, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মোস্তাকিম রহমান, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আলিফ হাসান অভি ও মোঃ মাহাবুবর রহমান মনোনয়ন পত্র রিটানিং অফিসারের কাছে দাখিল করেন।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে চেয়ারম্যান পদে জাতীয় পাটি মনোনিত প্রার্থী মোঃ মামুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী কাজী ইসমেত আহম্মেদ রুশদ্ চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল।
Leave a Reply