ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি।- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজন এক প্রস্তুতিমূলক সভা আজ রোববার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, থানার ওসি আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সহ আরো অনেকে।
প্রস্তুতিমূলক সভায় দিবসটি পালন উপলক্ষে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা সহ বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply