ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।- উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের ভারী বর্ষণে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের ভূমিহীন বৃদ্ধ আব্দুলাহ’র ৪টি মাটির তৈরি ঘর ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। ভূমিহীন আব্দুল্লাহ ও তার পরিবারের লোকজন এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। এ ব্যাপারে ভুক্তভোগী ভূমিহীন আব্দুল্লাহ স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের সুদৃষ্টি কামনা করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সিংড়া ইউপি চেয়ারম্যান আঃ মান্নানের সাথে কথা বললে তিনি জানান, আব্দুল্লাহ এ বিষয়ে সহযোগীতা চেয়ে ইউনিয়ন পরিষদে একটি আবেদন করেছেন।
Leave a Reply