ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম (শফি)।- দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা সংক্রমন জরুরী ত্রান সহায়তা কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের উপকার ভোগীদের মাঝে ত্রান উপকরণ বিতরণ করেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন। মঙ্গলবার উপজেলার ওসমানপুর চককাঁঠাল দীপশিখা এরিয়া অফিসের সহযোগিতায় এসব ত্রান উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, দীপশিখার এরিয়া ম্যানেজার মোঃ রজব আলী, থানার এসআই রাজা মিয়া সহ আরো অনেকে। এতে ২৪০ জন সদস্যদের জন প্রতি ২৫ কেজি চাল, ১ কেজি তেল, ও ১ কেজি ডাল দেয়া হয়।
Leave a Reply