বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মহিমাগঞ্জে ফটকসভা ও সুধী সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ১৯৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ কয়েকটি চিনিকল বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহিমাগঞ্জে ফটকসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রংপুর চিনিকলের প্রধান ফটকে আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফটকসভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, জাতির জনকের হাতে জাতীয়করণকৃত চিনিকলগুলো আমলাদের কথায় বন্ধ করতে দেয়া হবে না। দেশের চিনিশিল্প রক্ষায় ইতোমধ্যে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের শংকিত না হওয়ার আহবান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে রংপুর চিনিকল চালু রাখতে সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, শিল্পপতি আলহাজ¦ নাজির হোসেন প্রধান, অধ্যাপক আবু তাহের, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল মতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, কোচাশহর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, ইউপি সদস্য ও আখচাষী রবিউল ইসলাম খাজা, আখচাষী নেতা আব্দুর রশীদ ধলু, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু, রফিকুল ইসলাম, অওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিক, মমিনুল ইসলাম, মানজুদুর রহমান লাবলু, ইক্ষুকর্মী সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও আখচাষী আতোয়ার হোসেন নান্নু প্রমূখ। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি ১৫টি চিনিকলের মাড়াই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত সকল চিনিকলে বয়লার স্লো-ফায়ারিং বন্ধ, পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com