দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরে সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী সোমবার চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও পরীক্ষা সহায়ক শিক্ষা সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রবিউল ইসলাম সোহাগ। এর আগে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ রুহুল আমীন, মোঃ আব্দুল মালেক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জমসেদ আলী, খোকন চন্দ্র মহন্ত, মাহবুব আলম, শিল্পী রানী রায়, সহকারি শিক্ষক রুনা লায়লা আঞ্জুমান পারভীন, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, আরমান হোসেন, মোসা: রাফিয়া আক্তার ও মনিরা পারভীন। এ ছাড়াও বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ থেকে ২৯০ জন শিক্ষার্থী ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply