বজ্রকথা প্রতিবেদক।- পুলিশের চেকপোস্টে গুলিতে অবসর প্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে থানার থানার পুলিশ পরির্দশক এ বি এম দোহাকে। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করে তার স্থলে এ বি এম দোহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ এর আগে বুধবার সকালে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। সিনহা রাশেদের বোন শারমিন শাহরিয়া কক্সবাজারের আদালতে মামলাটি করেন। তিনি জানান, মামলাটি তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দিতে আবেদন জানানো হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ঘটনার পর কক্সবাজার পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, রাশেদ তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। পরে ‘পিস্তল বের করলে’ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। তবে পুলিশের এমন ভাষ্য নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত সাবেক সেনা কর্মকর্তার এক সঙ্গীর বক্তব্যের সঙ্গে পুলিশের ভাষ্যের কিছুটা অমিল রয়েছে বলে একটি সূত্র জানায়। এমন প্রেক্ষাপটে পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply