আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের একান্নপুরের শাশোর গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে ভিন্ন রাজনৈতিক দলের ১’শ জন নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে একান্নপুরের শাশোর গ্রামে এই উঠান বৈঠকের মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করেন এই নেতাকর্মীরা। উক্ত উঠান বৈঠকে নেতাকর্মীদের শপথ পাঠ করান, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রেজওয়ানুল হক বিপ্লব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব , সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান জুয়েল, পৌর যুবলীগের সভাপতি তৌফিক আজাদ বাদল, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: আনছার আলী, সাধারণ সম্পাদক গয়ানাথ রায় প্রমুখ। সদ্য আওয়ামীলীগে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা।
Leave a Reply