রংপুর প্রতিনিধি।- স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তিকরণ আন্দোলনের অন্যতম নেতা, সংগঠনের রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি, প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক, জমিয়াতুল মোর্দারেছিন রংপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সংগঠক মাওলানা নুরুল আবসার দুলাল এর কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। গতকাল দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একদিনের সফরে এসে মরহুম মাওলানা দুলালের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন। পরে তারা শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। শোক ও সমবেদনা জ্ঞাপন করে প্রয়াত এই শিক্ষক নেতার পরিবারের পাশে দাড়ানোর ঘোষণা দেন। সংগঠনের ঢাকা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: শামসুল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাও: আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো: নুর নবী আলী, কেন্দ্রীয় কমিটির ধর্মীয় সম্পাদক ও জয়পুরহাট জেলা সভাপতি কামরুল ইসলাম, শিক্ষাকল্যাণ সম্পাদক ও নড়াইল জেলা সভাপতি ফেরদৌস আলম, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক টিআরএম সাহেবুল ইসলাম মজনু, বক্তব্য রাখেন,নীলফামারী সৈয়দপুর উপজেলা সভাপতি মাও: নুর হোসেন, কাউনিয়া উপজেলা সভাপতি আতিয়ার রহমান, রংপুর সদর কমিটির সভাপতি মাও: সাইফুল ইসলাম, পরিবারের পক্ষে মরহুম নুরুল আবছার দুলালের বড় ছেলে সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, ছোট ছেলে হুমায়ন রশীদ শাহিন, কন্যা নুর নাহার মুক্তা, ধর্মদাস জামে মসজিদের খতিব হাফেজ ময়েন উদ্দিন, পীরগাছা উপজেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা সভাপতি মাসুম মিয়া, বাগেরহাট জেলা কমিটির সভাপতি মনির হোসেন, দিনাজপুর জেলা নেতা আইনুল হক, নীলফামারী জেলা কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম,মিঠাপুকুর উপজেলা কমিটির নেতা কাজী নুরুল হক, সাইফুল ইসলাম, কুড়িগ্রাম উলিপুর উপজেলা সভাপতি মনির হোসেন, গাইবান্ধা জেলা নেতা মোকছেদ আলী, নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোস্তফা কামাল, মহানগর ছাত্রলীগ নেতা সজিব, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মাসুম আহমেদ, অটোয়ারী উপজেলার আইনুল মিয়া, নাগেশ^রীর উপজেলার নেতা গাজীউর রহমান, সমাজসেবক আনছার আলী, হাফেজ নুরুল আমিন, সোহাগ মিয়া, ৩২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু তাহের মিয়া, ব্রাদার্স স্পোটিং ক্লাবের উপদেষ্টা আবুল কাশেম সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার বিভিন্ন স্থরের শিক্ষক নেতৃবৃন্দসহ স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply