গত রোববার ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে যে বোমা হামলা হয়েছিল তার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। সোমবার সংগঠন দু’টি তার এই দায় স্বীকার করেছে।
তারা এ ঘটনাকে ‘আত্মঘাতী অভিযান’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলে আরো হামলার হুমকি দিয়েছে।
ইসরায়েলি পুলিশ তাদের বাণিজ্যিক কেন্দ্রে বিস্ফোরণটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ ছিল বলে জানিয়েছে।
বিস্ফোরণের পর সেখানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরণে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে সন্দেহভাজন আততায়ী বলে বর্ণনা করা হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, তারা ‘রবিবার সন্ধ্যায় তেল আবিব শহরে সংঘটিত আত্মঘাতী অভিযানটি পরিচালনা করে’।
সুত্র: এএফপি
Leave a Reply