ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকালে করতোয়া নদীর ঘোনকৃঞ্চপুরএলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান। এরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ঘোনকৃঞ্চপুর গ্রামের নায়েব আলীর ছেলে কামরুল হাসান(১০) ও মৃত কবিরুল ইসলাম মেয়ে মেহেনাজ খাতুন(৯)।
স্থানীয়রা জানান, আজ বেলা ১২ টায় ঐ শিশুরা করতোয়া নদীর ঘোনকৃঞ্চপুর ঘাটে পরিবারের অজান্তে গোসল করতে যায়। পরিবারের লোকজন ঐ শিশুদের বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজা খঁজি করে।
প্রতিবেশী একজন জানায় শিশু কামরুল ও মেহেনাজ কে নদীর ঘাটে গোসল করতে দেখেছে।
এ কথা শুনে শিশুদের অভিভাবক ও স্থানীয়রা নদীতে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীদের কে জানায়। পরে ফায়ার সার্ভস কর্মী ও রংপুর ডুবারুদের একটি দলের সদস্যারা বেলা ৩ টার দিকে শিশু মেহেনাজের লাশ উদ্বার করে। এর পর সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে শিশু কামরুল লাশ উদ্বার করে ডুবারু দলের সদস্যারা।
সিংড়া ইউপি চেয়ারম্যান আঃ মান্নান জানান, পরিবারের আবেদনে ময়না তদন্ত ছাড়াই শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply