ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার রাণীগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কাটা, আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী যুবলীগ।
উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক শ্রী নিরুপ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম জালু, সদস্য সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবু আসাদ মোঃ তৈয়বুর, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম,পালশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নওশের আলী সাধারণ সম্পাদক মোঃ আসাদ আলী, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জোবাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফির রহমান স্বপন, যুবলীগ নেতা মোঃ সাকিল আহমেদ সরকার প্রমুখ । আলোচনা সভার পরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে থেকে র্যালি বের হয়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে দলীয় নেতাকর্মীদেও মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।
Leave a Reply