নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তুজা আল-মুঈদ।
১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দুইটায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে অবৈধভাবে নির্মিত তিনটি স্থাপনা উচ্ছেদ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
অবৈধ স্থাপনাকারী কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, এর আগে ইউএনও স্যার আমাদের মৌখিকভাবে স্থাপনাগুলো ভেঙ্গে জায়গা ফাকা করতে নির্দেশ দিয়েছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে অবৈধভাবে স্থাপনা তৈরী করে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনটি দোকানের কাপড় ব্যবসায়ী। কয়েকদিন আগে তাদের মৌখিকভাবে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে জায়গা ফাঁকা করতে বলা হয়েছিল। কিন্তু তারা নিজে থেকেই তা না করায় আজ বাধ্য হয়েছি এই অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে ফেলতে। তিনি আরও বলেন, ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে কোনভাবেই জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না কাউকে।
এই অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে ফেলতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেছে বলে জানান তিনি।
Leave a Reply