দিনাজপুর প্রতিনিধি।- গতকাল শুক্রবার দিনাজপুরে গওশে ১ম স্থানীয় রেপিড দাবা প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গওশে শাহারিয়ার এর আয়োজনে ও মোঃ আকমল হোসেনের পরিচালনায় ৫৪ জন দাবা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এ প্রতিযোগিতায় কোন এনট্রি ফি নেওয়া হয়নি। মালদাহ পট্টি সাধনা মোড় কার্যালয়ে ৭টি ইভেন্টের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মোস্তাফিজুর রহমান (রাজু), ২য় স্থান অর্জন করেন আবু হোরায়রা সৌরভ, ৩য় স্থান অর্জন করেন মওদুদ আহমেদ, ৪র্থ স্থান আলী হাসান আহমে, ৫ম স্থান সাইফুল আলম রেজা, ৬ষ্ঠ স্থান কিরন রায়, ৭ম স্থান মোল্লা শফিক, ৮ম স্থান নুরুল ইসলাম তৈয়ব, ৯ম স্থান ইরফান নবী ও ৫০ বছরের উর্দ্ধে নাদিমকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করেন গওশে শাহারিয়ার। এ সময় উপস্থিত ছিলেন মৃরময় দাস, আমিনুল হক। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদ ইকবাল, স্বজল তালুকদার ও নেহাল।
Leave a Reply