নিজস্ব প্রতিবেদক।-দিনাজপুরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।সোমবার (৪ মার্চ) বিকেলে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুর এ আলম, সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।এর আগে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. ওবায়দুর রহমানসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, প্রতিযোগিতার ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।
Leave a Reply