নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- “মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার”-“সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্র্ষিকী উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ দিনাজপুুর এর উদ্যোগে ১ লক্ষ বৃক্ষের চারা রোপন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর পুলিশ লাইন জামে মসজিদ সংলগ্ন মাঠে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেড কোয়ার্টার) মো. হাফিজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মিথুন সরকার, পুলিশ লাইন্স এর আরআই, ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচীর ধারাবাহিকতা দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার ১৩টি উপজেলায় ১ লক্ষ গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিন।
Leave a Reply