বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ ফজলুর রহমান নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত  রংপুরে মিঠাপুকুর সুদের টাকার বিরোধে হত্যা,গ্রেপ্তার দুই ভাই  পার্বতীপুর সরকারী কলেজের নতুন অধ্যক্ষের যোগদান   গঙ্গাচড়ায় বসুন্ধরা গ্রুপ কর্তৃক বসতভিটা ও আবাদী জমি থেকে উচ্ছেদ পাঁয়তারা বন্ধের দাবি বিরামপুরে ইমাম-খতীব ও উলামাদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুরে  বিএনপি’র প্রস্তুতিমূলক সভা আবু সাঈদ হত্যা: রিমান্ড শেষ না হতেই দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ ফুলবাড়ীতে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে দুই দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- ভুুট্টা ফসলের ফল আর্মিওয়ার্ম পোকা দমনে সমন্বিত ব্যবস্থাপনার আলোকে দিনাজপুরে দুই দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ব্রাক লার্নিং সেন্টারে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট বাংলাদেশ) আয়োজিত উক্ত মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের নশিপুরে অবস্থিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. গোলাম ফারুক, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ্ আলম।

এছাড়াও সিমিট বাংলাদেশ দিনাজপুর অফিসের হাব কোঅর্ডিনেটর কৃষিবিদ এলানুজ্জামান কোরাইশীর সঞ্চালনায় সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ড. মো: আব্দুল মুঈদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং সিমিট বাংলাদেশ এর সিনিয়র কনসালটেন্ট ড. সৈয়দ নুরুল আলম।

প্রসঙ্গত, ইউএসএআইডি (USAID) এর অর্থায়নে দুই দিনব্যাপি এই Master Trainer Training  প্রশিক্ষণ কোর্সটি আজ ১৮ ডিসেম্বর শুরু হয়ে ৪টি ব্যাচে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। প্রতিটি ব্যাচে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করবেন। প্রথম ব্যাচে অংশগ্রহন করছেন বাংলাদেশের ভুট্টা উৎপাদনকারী ২৫টি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিএস কৃষি ক্যাডার এর জেলা এবং উপজেলা পর্যায়ের ২৬ জন কর্মকর্তাবৃন্দ এবং ঘঅজঝ ভুক্ত বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠান এর ৪ জন বিজ্ঞানীবৃন্দ (ইডগজও ২, ইঅজও ২)। পরবর্তী দুইটি ব্যাচে অংশগ্রহন করবেন ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা। বাংলাদেশের ভুট্টা উৎপাদনকারী ২৫টি জেলার সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক পর্যায়ের কর্মকর্তা। শেষের ব্যাচে অংশগ্রহন করবেন বাংলাদেশে কাজ করছেন এমন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানির ৩০ জন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com