ইউসুফ আলী।- রোটারী ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে সদরের মহাবলীপুর আরভিসি রোটারী সেন্টারে অসহায় ও গরীব দুস্থ ১শত পরিবারের মাঝে ঈদ উল-আযহা ২০২১ উপলক্ষে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ ও আরভিসি প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই শুক্রবার সকাল ১১ টায় এ কর্মসূচীর উদ্বোধন করেন রোটারী ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট (২০২১-২০২২) রোটারিয়ান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ও সেক্রেটারী মোঃ ছায়েদ আলী। এ সময় উপস্থিত ছিলেন রোটরিয়ান পিপি সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, রোটরিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন, রোটরিয়ান পিপি এসএম মমিনুল ইসলাম, রোটরিয়ান পিপি মোঃ শহিদুর রহমান পাটোয়ারী মোহন, রোটরিয়ান পিপি রনজিৎ কুমার সিংহ, রোটরিয়ান অজয় কুমার আগরওয়ালা, রোটরিয়ান অধ্যাপক শাহাদাৎ হোসেন খান, রোটরিয়ান ক্ষিতিস চন্দ্র রায়, দিনাজপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি মানবেন্দ্রনাথ মনোজ, আরভিসির মূখ্য নেতা মোঃ আলাউদ্দিন, দিনাজপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এক্স রোটার্যাক্টর ফটো সাংবাদিক মোঃ ইউসুফ আলী, পার্বতীপুর রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট আবু তাহের, আইপিপি নুর আলমসহ অন্যান্য সদস্য বৃন্দ। বৃক্ষ রোপন কর্মসূচী, ঈদ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আগত গরীব মানুষের মাঝে ১২টি করে লেবু বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বলেন রোটারী ক্লাব পিছিয়ে পড়া অসহায়, গরীব, ক্ষুদ্র প্রান্তিক মানুষের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ মহাবলীপুর আরভিসি রোটারী সেন্টারে অসহায় ও গরীব দুস্থ পরিবারের মাঝে ঈদ উল-আযহা উপলক্ষে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হল। আগামীতে রোটারী ক্লাব এসব মানুষকে নিয়ে কাজ করে যাবে।
Leave a Reply