আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুরে সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন “বাস্তবায়ন”এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন এফবিসিসিআই এর সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এনাম উল্লাহ জ্যামী।
১২ জানুয়ারি বুধবার দুপুরে শহরের দিনাজপুর শহরের উপশহরে গ্লোরিয়াস রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে জিলা, গার্লস ও সেন্ট ফিলিপস স্কুলের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন “বাস্তবায়ন”এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্লোরিয়াস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আহসানুজ্জামান চঞ্চল, সংগঠন বাস্তবায়ন এর প্রতিষ্ঠাতা মাশুক রহমান প্রান্ত, সভাপতি মাহির ফয়সাল চৌধুরীসহ সদস্য ইস্তি, মীর সাদিক, বিপ্লব, আশিক প্রমুখ।
Leave a Reply