নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকল্প ও জাইকার অর্থায়নে দিনাজপুর সদর উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ১১ নভেম্বর বুধবার সদর উপজেলা হলরুমে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোসনা। এছাড়াও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মো. নুর ইসলামের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাগণ।
প্রসঙ্গত, উক্ত ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
Leave a Reply