বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি-বার্ষিক নির্বাচন: প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আগামী ১২ জুন শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক মেয়াদী (২৪ মার্স) নির্বাচন। নির্বাচনে জয় পেতে চেম্বারের দীর্ঘদিনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পরিষদ গণসংযোগ শুরু করেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পরিষদের প্রত্যেক প্রার্থীর পক্ষে ভোট চাইছেন পরিষদের প্রার্থীরা। গত কয়েকটি নির্বাচন প্রতিদ্বন্ধিতা পূর্ণ না হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে যে ক্ষোভের সঞ্চয় হয়েছিল, এবার তা দুর হয়েছে। বলতে গেলে, নির্বাচন জমে উঠেছে। ভোটারগণও তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করতে পারবেন বলে জানান অনেক ভোটার। ২১ মে শুক্রবার বাদ জুম্মা শহরের বালুবাড়িতে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি-বার্ষিক নির্বাচনে রফিকুল ইসলাম পরিষদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ শুরু করেছেন। পরিষদকে জয়যুক্ত করতে ভোটারদের কাছে তাদের মুল্যবান ভোট চাইছেন চেম্বারের দীর্ঘদিনের সাবেক সভাপতি পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম ও বিশ্বনাথ আগরওয়ালা বিশুসহ অন্যান্য প্রার্থীরা। গণসংযোগে উপস্থিত ছিলেন সহিদুর রহমান পাটোয়ারী মোহন, আলহাজ্ব মো. রেজাউল করিম, মো. মোকাররম হোসেন, মুরাদ আহমেদ, তায়েফ বিন শরীফ, মো. ইয়াকুব আলী, সাজেদুল আবেদীন শাহীন, সৈয়দ সপু আহাম্মেদ, মো. শামীম শেখ, মো. রুবেল ইসলাম, মো. রফিকুল ইসলাম সোনা প্রমুখ। চেম্বারের ২০ বছরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পরিষদের প্রার্থী মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের মুখপাত্র হিসেবে আমার নেতৃত্বে তৎকালীন পরিষদ দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। আগামীদিনেও রফিকুল ইসলাম পরিষদ জেলার অর্থনৈতিক উন্নয়নসহ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় অবদান রাখবে। তাই রফিকুল ইসলাম পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের অনুরোধ জানান তিনি। প্রসঙ্গত, আগামী ১২ জুন শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ১৮টি পদ, সহযোগি, গ্রæপ ও টাউন এসোসিয়েট পদে ১জন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ২৫৭৭ জন ব্যবসায়ী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com