শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

দিনাজপুর বিরলের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা: ঘটনার বিচারের দাবীতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৫৪ বার পঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরল উপজেলার শিশুকে ধর্ষণের পর হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও দ্রæত বিচারের দাবীতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
৭ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারন সম্পাদক ড. মারুফা বেগম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মহিলা পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, জেলায় নারীর উপর পাশবিক নির্যাতন বেড়েই চলেছে। এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠ বিচার না হওয়ায় এই ভয়াবহ ক্রমবর্ধমানতা। নারীর লজ্জা সম্ভ্রম এভাবে ভুলন্ঠিত হতে থাকলে সমাজে উন্নয়নের ¯্রােতধারা বাধাগ্রস্থ হবে।
সম্প্রতি বিরলের একটি গ্রামের শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। শিশুটি বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
মহিলা পরিষদ মনে করে এ জাতিয় অপকর্মের উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হলেই, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ধর্ষণ ও হত্যাকান্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় এনে দ্রæত বিচার নিশ্চিত করতে হবে। মহিলা পরিষদের নেতৃবৃন্দ বিরল উপজেলায় ঘটে যাওয়া ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
দিনাজপুর পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ মমিনুল করিম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মিনতি ঘোষ, সহ-সাধারন সম্পাদক মনোয়ারা সানু, আন্দোলন সম্পাদিকা গৌরী চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com