নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় দিনাজপুর শহরের ১১নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই সোমবার বিকেলে দিনাজপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে ১১নং ওয়ার্ডের মিশন রোড জামে মসজিদ চত্বরে উক্ত বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, এনাম উল্ল্যাহ জ্যামী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিজানুর রহমান পাটোয়ারী বাবু, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গৌর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, স্থানীয় মহল্লা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মোল্লা, জেলা দলের সাবেক ক্রিকেটার সৈয়দ সায়েম হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবন্দ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় দিনাজপুর শহরের প্রত্যেক ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত রেখেছে শহর আওয়ামী লীগ।
Leave a Reply