নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুর শহর আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবির সোহাগ। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু এর পরিচালনায় ১২টি ওয়ার্ড শাখাসহ শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, এনাম উল্ল্যাহ জ্যামী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শি দুলাল প্রমুখ। এছাড়াও শহর অন্তর্গত ১২টি ওয়ার্ড শাখা কমিটিগুলোর মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহফুজ রহমান, ২নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা কামাল মুক্তিবাবু, ৪নং ওয়ার্ডের সভাপতি সামশুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি ইদ্রিস আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি বকুল ব্যানার্জী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহসানুল করিম ওসমানি অরুন, ৮নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ মনসুরুল ইসলাম ডাবলু, ১০নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন ও ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রাত সাড়ে ৮টায় প্রীতি ভোজের মাধ্যমে শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিভিন্ন কর্মসূচী গৃহিত হয়।
Leave a Reply