সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

দিনাজপুর সদরের ৮৪ প্রতিষ্ঠানে ১ কোটি টাকার চেক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- হুইপ ইকবালুর রহিম এমপি কর্তৃক গৃহিত টিআর কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকাভিত্তিক তৃতীয় ও চতুর্থ পর্যায় প্রকল্পের অধীনে দিনাজপুর সদর উপজেলার ৮৪টি প্রতিষ্ঠানে ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

২৭ জুন রোববার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রকল্পের অধীনে ৮৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধির মাঝে উক্ত ১ কোটি টাকার চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যো¯œা। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, শংকরপুর ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী, শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায় প্রমুখ।

প্রসঙ্গত, হুইপ ইকবালুর রহিম এমপি কর্তৃক গৃহিত টিআর কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকাভিত্তিক তৃতীয় ও চতুর্থ পর্যায় প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৪৩টি প্রতিষ্ঠানের উন্নয়নে ৭৪ লাখ আর চতুর্থ পর্যায়ে ৪১টি প্রতিষ্ঠানের উন্নয়নে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com