রংপুর থেকে সোহেল রশিদ।- ৫ম বারের মতো আন্ত নিউ ইঞ্জিনিয়ার পাড়া সন্ধানী সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল রংপুর নগরীর ঈদগাঁ মাঠে প্রভাতি সংঘ বনাম শ্যামাসুন্দরী একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্যামাসুন্দরী একাদশকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জয় লাভ করেন প্রভাতি সংঘ।
সন্ধানী সংঘের সভাপতি আব্দুল মজিদ হিরু সভাপতিত্ব করেন। এসময় রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, সাবেক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর বহুলুল ইমলাম জেপলিন, এ্যাডভোকেট মিন্টু, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, রসিকের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন, হাসানুজ্জামান সরকার (সুমন), রেজাউল করিম (রেজা), জয়নাল আবেদীন রিপন,
মনিরুজ্জামান হিজবুল, জাকারিয়া ইসলাম জীম, সাগর, নোমান হাসান। অতিথিদের কাছে থেকে প্রভাতি সংঘের অধিনায়ক মেজবাহুল হিমেলসহ প্লেয়র ট্রফি ও মেডেল গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ৫ বছর থেকে রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড নিউ ইঞ্জিনিয়ার পাড়া সন্ধানী সংঘের আয়োজনে ৫ম বারের মতো ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হলো। খুব সুন্দর ভাবে এই খেলা হয়। এখানে ৮ দল করে ও ১৫ জন করে খেলোয়াড় নিয়ে একটি করে দল গঠন হয়। প্রথমে দুইটি গ্রুপের খেলা হয়। এর পরে সেমি ফাইনাল ও তার পরে ফাইনাল খেলা। খেলার মধ্যে হার জিত থাকবেই। বক্তারা আরও জানান, শরীর ভালো রাখতে হলে খেলা ধুলার কোন বিকল্প নেই। তাই ছোট ছেলে মেদের কে বলবো পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।
এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রংপুর নগরীর ঈদগাঁ মাঠে আটটি দল নিয়ে ৫ম বারের মতো উদ্বোধন হয় ফুটবল টুর্নামেন্ট। আটটি দল হলো: আটটি দল হলো: মরহুম তছলিম উদ্দিন বাবু স্মৃতি সংঘ একাদশ, মোবারক স্মৃতি সংঘ, সিনিয়র একাদশ, প্রভাতি সংঘ, ফ্রেন্ড ক্লাব, শ্যামাসুন্দরী একাদশ, ঝুকিপূর্ণ একাদশ, দূরন্ত ২৪। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মোবারক স্মৃতি বনাম প্রভাতি সংঘ।
বিকেল পাঁচটায় দুইদলের প্লেয়াররা মাঠে সারিবদ্ধ হয়ে লাল এবং সবুজ জার্সি পড়ে প্রতিটি প্লেয়ার নামেন খেলতে। মাঠে গোলকিপারসহ খেলায় অংশগ্রহণ করে দশটি প্লেয়ার। দুই দলের মোট বিশটি প্লেয়ার মাঠে থাকেন রেফারীসহ ২১ জন।
প্রধান রেফারি দায়িত্ব পালন করেন । সরকারি লাইসম্যান হিসেবে পালন করেন দুজন।
ফাইনাল খেলার প্রথম ১৪ মিনিটে শামীমের পাসে ১ম গোল করেন প্রভতি সংঘের স্টাইকার হৃদর। খেলার প্রথম অর্ধে ১-০ গোলে এগিয়ে থাকে প্রভাতি সংঘ। দ্বিতীয় অর্ধে খেলা শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে আরও ১ গোল করে ২-০ গোলে এগিয়ে থাকেন প্রভাতি সংঘ। এর পরে শ্যামাসুন্দরী একাদশের জ্যামির গোলে ২-১ হয়। এর পরে শেষের ৮ মিনিট আগে প্রভাতি সংঘের হৃদয়ের পাসে সিমান্তর ২ গোরে দলের ৩-১ এ এগিয়ে থাকেন প্রভাতি সংঘ। খেলা শেষে ৩ মিনিট আগে আরও ১ গোল করেন সিমান্ত। এই ফাইনাল খেলায় সিমান্ত ৩ গোল ও হৃদয়ের ১ গোল করেন। ৪-১ গোলে বিজয় নিয়ে মাঠ ছাড়ের প্রভাকি সংঘ। এ নিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জয় লাভ করেন প্রভাতি সংঘ। টুনামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন প্রভাতি সংঘের শামিম। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন শ্যামাসুন্দরী একাদশের জ্যামি। ম্যানঅবদ্যা ম্যাচের সেরা প্লেয়ার হয়েছেন প্রভাতি সংঘের সিমান্ত ও সেরা গোল রক্ষক হয়েছের প্রভাতি সংঘের গোল কিপার আরাফ।
Leave a Reply