নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী (১ম পর্যায়) প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার পুটিমারা ইউনিয়নের লোকা-বাদেহরিনা কাঁচা সড়কে মাটি কেটে ওই প্রকল্পের কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম,পুটিমারা ইউ,পি চেয়ারম্যান সরোয়ার হোসেন, লোকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডল ও সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান উপজেলার ৯টি ইউনিয়নের ৩৪ টি প্রকল্পের কাজে ১ হাজার ৯২৫ জন শ্রমিক কাজ করবেন। প্রকল্পের কাজ চলবে ৪০ দিন ধরে। প্রতিদিন কাজের জন্য এক জন শ্রমিক ২০০ টাকা করে পাবেন। ৩৪ টি প্রকল্পের কাজে শ্রমিক মজুরী হিসাবে উপজেলায় ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় বরাদ্দ পাওয়া গেছে। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন মজুরী যাতে কাটা না পড়ে সে জন্য প্রতি কাজের দিন সঠিক সময়ে কাজে আসা এবং যাওয়ার সময় ঠিক রেখে কেউ যেন অনুপস্থিত না থাকেন।
Leave a Reply