নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ সৌরভ(২৩) নামে এক এইচ এস সি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে তার বাড়ীর পার্শ্বে একটি নালার ধার থেকে পায়ের রগ কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। সৌরভ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং আফতাবগঞ্জ সরকারী কলেজের এবারের এইচ এস সি পরীক্ষার্থী। সৌরভের পারিবারিক সূত্রে জানা যায় সৌরভ মঙ্গলবার কালিরহাট বাজারে তার দোকানের সামনে পিকনিকের আয়োজন করে। সেখান থেকে রাতে আর বাড়ী ফিরে নাই। বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। তাদের ধারনা সম্প্রতি অনুষ্ঠিত ইউ,পি নির্বাচনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নির্বাচনে পরাজিত ইউ,পি সদস্য প্রার্থী হেলাল নামে এক জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ এমপিএস জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কাউকে আটক করা হয়নি। তবে বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply