নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ী থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় হুমায়ন কবির(১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কে শাল্টি মুরাদপুর সরকারী প্রাথমিক দ্যিালয়ের ক্ষিন পাশের্ব ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্র উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। নিহত স্কুল ছাত্রের সাথে থাকা সজীব জানায় তারা করোনা টিকা নিতে ৮ জন একটি অটোচাজার্রে করে বাড়ী থেকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় ঘটনাস্থলে অটোচার্জার থেমে তার পর্দা উঠায়ে দেয়। এ সময় অটোচার্জার থেকে নিচে নেমে ছিল নিহত স্কুল ছাত্র হুমায়ন কবির। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি বেপরোয়া গতিতে এসে হুমায়নের উপর দিয়ে পার হয়ে অটো চার্জারে ধাক্কা দিয়ে চলে যায়। ট্রলির চাপায় হুমায়ন গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। এ ছাড়াও এ ঘটনায় মাজহারুল ইসলাম মুরাদ ও আবুল বাসার নামে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর আরও ২ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Leave a Reply