নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার নবাবগঞ্জে এক গৃহ বধুকে ধর্ষনের চেষ্টা মামলার জন্য থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।থানায় দাখিলকৃত অভিযোগ, ভিকটিম গৃহবধূ ও তার স্বামী আঃ রাজ্জাকের বর্ননায় জানা যায়, থানার ভোটারপাড়া (বাগিচাপাড়া) গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আঃ রাজ্জাক ২৯ সেপ্টেম্বর রাত ৯.৩০ ঘটিকায় বাড়ির পাশ্বে খালে মাছ ধরতে যায়।তার স্ত্রী গৃহের দরজার খিল না লাগিয়ে ঘুমিয়ে পড়ে। প্রতিবেশী শওকত আলীর ছেলে সাগর মিয়া সুযোগ বুঝে রাত অনুমান ১১ টায় গৃহবধূর শয়ন গৃহে প্রবেশ করে গৃহবধূর মুখ চাপিয়া ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দে পাশের ঘর থেকে গৃহবধুর শাশুড়ী দ্রুত পুত্রবধুর গৃহে আসলে অভিযুক্ত সাগর মিয়া ধাক্কা মেরে পালিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধূর স্বামী আঃ রাজ্জাক বাদী হয়ে আজ বৃহস্পতিবার ১ লা অক্টোবর থানায় অভিযোগ দাখিল করে।তদন্ত কারী এস,আই সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় যে,ঘটনার তদন্ত চলছে, সত্যতা পাওয়া গেলে মামলা গ্রহন সহ আসামী গ্রেফতার করা হবে। ভিক্টিম ও তার স্বামী অপরাধের নায়ক সাগর মিয়ার শাস্তি চাই বলে জানায়।
Leave a Reply