নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। – আগামী বছরের মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন সংবাদ প্রচার হওয়ার পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে কেউ কেউ দোয়া চেয়ে জন সমাগম এলাকায় পোস্টার সাটিয়েছেন। প্রার্থীতা হওয়ার কথা জানান দিয়ে দোয়া চেয়ে প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এ ছাড়াও ভোটারদের সমর্থন আদায়ের জন্য কোন কোন প্রার্থী চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার করে দিচ্ছেন। করছেন কুশল বিনিময়ও। ভোটারেরাও আলোচনা করছেন এবারের নির্বাচনে কে কে কোন কোন পদে প্রার্থীতা হচ্ছেন। আলোচনা চলছে এবারেও ভোট দলীয় প্রতীকে হবে নাকি হবে না তা নিয়েও। দলীয় প্রতীকে হলে কে কোন দল থেকে কি প্রতীক পাচ্ছেন বা পাবার সম্ভবনা রয়েছে তা নিয়েও চলছে আলোচনা। বর্তমানে পদে থাকাদের নিয়েও চলছে চুলচেরা বিশ্লেশন। কে কেমন ছিল। জনগনের জন্য কে কি করেছেন বা কার কি রকম আচরন ছিল । সামনের নির্বাচনে জয়ী হবে কি হবে না এমন আলোচনাও করছেন ভোটারগণ।
Leave a Reply