নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোরো মৌসুমের সরকারী ভাবে খাদ্য শস্য ক্রয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল তা অনিশ্চয়তার মধ্যে শেষ হয়ে যাচ্ছে সময়সীমা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা যায়, বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৩৩.৬২ মেঃ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। সেখানে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্রয় করা হয়েছে ৫.২০ মেঃ টন ধান। এর মধ্যে দাউদপুর খ্দ্য গুদামে ১৪৮ মেঃ টন এবং ভাদুরিয়া খাদ্য গুদামে ৩৭২ মেঃ টন ধান ক্রয় করা হয়েছে। অপর দিকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১৮৭.৯৮০ মেঃ টন। সেখানে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্রয় হযেছে ২০১২.৭৬০ মেঃ টন। এর মধ্যে ভাদুরিয়া খাদ্য গুদামে ৮৮১.৫৮০ মেঃ টন এবং দাউদপুর খাদ্য গুদামে ১১৩১.১৮০ মেঃ টন চাল ক্রয় করা হয়েছে। এ ছাড়া ৩৫ টাকা কেজি দরে আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৫৭ মেঃ টন। সেখানে ক্রয় করা হয়েছে ভাদুরিয়া খাদ্য গুদামে ১৫৬.৯৯০ মেঃ টন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান জানান খাদ্য শস্য ক্রয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ক্রয়ের সময় শেষ হতে চলেছে। তিনি আরও জানান এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর উপজেলা ক্রয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুক্তিবদ্ধ মিলারদের চাল সরবরাহ করার জন্য আহবান জানানো হয়েছে। কোন চুক্তিবদ্ধ মিলার যদি চাল সরবরাহে ব্যর্থ হন তাহলে তাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে।
Leave a Reply