নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- রংপুর র্যাব-১৩ এর আওতায় গাইবান্ধার সদস্যরা দিনাজপুরের নবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার সহ আয়নুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে সোমবার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকালে গাইবান্ধার র্যাব সদস্যরা উপজেলার পুটিমারা ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামের নিকট রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার সহ উপজেলার বয়রা গ্রামের মকলেছ রহমানের ছেলে আয়নুল ইসলাম (২২) কে গ্রেফতার করেন। সোমবার র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের সহ গ্রেফতারকৃতকে সোপর্দ ও উদ্ধারকৃত ফেনসিডিল হস্তান্তর করেন। পুলিশ জানায় গ্রেফতারকৃত আয়নুল কে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply