নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ শাহাজুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা শাহাজুলের ভাই ও ভাতিজা। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এস.আই জুলফিকার রহমান জানান, গত শুক্রবার তাদেরকে পার্বতীপুর উপজেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নবাবগঞ্জ উপজেলার ছোট চেরাগপুর গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে আহাদ আলী (৫০) এবং আহাদ আলীর ২ ছেলে তাজ উদ্দীন (২৪) ও তারেক (২০)। উল্লেখ্য, গত ২৩ জুলাই বিকালে শাহাজুলকে তার ভাই ও ভাতিজা পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
Leave a Reply