বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সরকারী বিধি-নিষেধ না‌ মেনে ১৫ হাজার শিক্ষার্থীদের টিকা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২২৯ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় করোনা সংক্রমন বৃদ্ধি ঠেকাতে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার কোন বালাই নাই। গণ পরিবহন সহ সব খানেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্য বিধি। পরিবহনে চলতে যাত্রী ও চালকেরা মূখে মাস্ক ব্যবহার করছে না। মাস্ক ছাড়াই গণ জমায়েত হচ্ছে ও মানুষ দেদারছে ঘুরে বেড়াচ্ছে। হোটেল ও চা দোকানে আড্ডায় ভরপুর দেখা গেছে। সব মিলিয়ে সরকার করোনা সংক্রমন বৃদ্ধি ঠেকাতে যে বিধি নিষেধ আরোপ করেছেন তার কোনটায় মানুষ মেনে চলছে না। সচেতন মহল বলছেন স্বাস্থ্য বিধি মেনে না চললে তা হবে দুঃখ জনক। অপর দিকে উপজেলা এলাকায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী টিকার আওতায় এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। সূত্র জানায়, গত রবিবার পর্যন্ত ১২ হাজার ৫১০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার ৩ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদানের কাজ শুরু করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন জানান প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে করোনা টিকা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com